ঢাকা :তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারণেই দেশ থেকে জঙ্গি দমন করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ।
শুক্রবার বিকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জঙ্গি দমন নিয়ে পুলিশের সঙ্গে এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গি দমনের মূল বাধা খালেদা জিয়া। তার ছাতার নিচেই জঙ্গি উৎপাদন হয়। তিনি জঙ্গিদের সঙ্গ ত্যাগ করলেই সরকার খুব দ্রুত জঙ্গি দমন করতে পারবে। তার রহস্যজনক ভূমিকা বাংলাদেশে জঙ্গি দমনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
পরে তিনি খুলনা রেঞ্জের জিআইজি এস এম মনিরুজ্জামানের সঙ্গে জঙ্গি দমন নিয়ে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম ও জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন।