tulip_117842

ঢাকা : টিউলিপ গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে বেশি ভোট পড়ায় ব্রিটেনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বাংলাদেশি বংশোদ্ভুত বঙ্গবন্ধুর নাতনি লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। তিনি বলেছেন, এই গণভোট ব্রিটেনের অর্থনৈতিক ও রাজনৈতিক ভবিষ্যৎকে বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড় দিয়েছে। এই পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ।

শুক্রবার নিজের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান ইইউতে থাকার পক্ষের প্রচারণায় থাকা টিউলিপ।

বৃহস্পতিবার অনুষ্ঠিত গণভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইইউ ছাড়ার পক্ষে ভোট পড়ে ৫২ শতাংশ, আর থাকার পক্ষে ভোট পড়ে ৪৮ শতাংশ। এর মধ্য দিয়ে ইউরোপের দেশটির জনগণের দ্বিধাবিভক্তি স্পষ্ট হয়েছে।

টিউলিপ বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার এই ফলকে আমি শ্রদ্ধা করি এবং একই সঙ্গে ক্যামডেন ও ব্রেন্টের যেসব প্রচারকর্মী ‘রিমেইন’র (ইইউতে থাকা) পক্ষে নিরন্তর লড়াই চালিয়েছেন, সবাইকে সাক্ষী রেখে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই ফলাফলে তাদের যে বেদনা তা আমি বুঝি। কিন্তু, এই তিক্ত প্রচারণা আমাদের সমাজে যে বিভক্তি সৃষ্টি করেছে আমাদেরকে অবশ্যই তার প্রশমনের দিকে নজর দিতে হবে।’

টিউলিপ বলেন, ‘গণভোটের পরিণতি ও অনাগত দিনে আমাদের সামষ্টিক ভবিষ্যৎ নিয়ে আমাদের এখন বৃহত্তর পরিসরে আলোচনা শুরু করতে হবে। কিন্তু এখনকার জন্য, আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি যে, আমাদের দেশে নিকট পরিবর্তনের ফলে সম্ভাব্য সবচেয়ে ঝুঁকির মুখে থাকা মানুষদের জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে পারব।”

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031