মুজিববর্ষ উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে নওগাঁ সদরের বলিহার বটতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে । বেসরকারি সংস্থা মুড নওগাঁর আয়োজনে শনিবার সকাল ১১টা থেকে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুডের প্রধান উপদেষ্টা নির্মলকৃষ্ণ সাহা অনুষ্ঠান উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক এমআর মাহিন, মুড সংস্থার সভাপতি লাবনী রানী সাহা পলি, সাধারণ সম্পাদক ফৌজিয়া বানু কাকলি, বলিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সোলায়মান আলী প্রমুখ।

এ সময় নওগাঁ সদর হাসপাতালের আরএম ও ডা. মনীর আলী আকন্দ, ডা. মো. সাইফুল ইসলাম (এফ.সি.পি.এস সার্জারী), ডা. ফারহানা ফারুক তন্দ্রা (শিশু), ডা. জুনিফা ইসলাম তৃষ্ণা (গাইনি) ও পাবনা মেডিকেল কলেজের সহকারী অধ্যপক ডা. এসএম সামছুজোহা (চর্ম ও যৌন) আগত প্রায় দুই হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031