এক নারী রিকশায় করে যাওয়ার সময় ছিনতাইকারী কবলে পড়ে প্রাণ হারিয়েছেন রাজধানীর মুগদায় । তার নাম তারিনা বেগম লিপা (৩৮)। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত তারিনা সিলেটের কোতোয়ালি থানার মোল্লাপাড়ার শশীতলা এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম গোলাম কিবরিয়া। দক্ষিণ রাজারবাগের সবুজবাগে থাকতেন তারা।
জানা গেছে, সকালে পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি সিলেটে যাওয়ার জন্য রিকশা করে কমলাপুর স্টেশনে যাচ্ছিলেন তারিনা। মুগদা এলাকায় আসার পর ছিনতাইকারীরা তারা ব্যাগ ধরে টান দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্বজনরা প্রথমে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।