বাস্তবে নয় দুদক কাগজে-কলমে স্বাধীন । এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ বেলা ১১টায় টিআইবির সম্মেলন কক্ষে দুদকের ওপর এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, প্রভাবশালী দুর্নীতিবাজদের না ধরে, ছোটখাটো দুর্নীতি নিয়েই দুদকের কার্যক্রম। প্রভাবশালীদের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ পর্যন্তই সীমাবদ্ধ, এরপর তাদের আর কোন কার্যক্রম লক্ষ্য করা যায় না।
ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি চাকরি আইন-২০১৮ তে উল্লেখ রয়েছে, পূর্বানুমতি ছাড়া কোন কর্মকর্তাকে গ্রেপ্তার কবরা যাবে না। এটা সম্পূর্ণ বৈষম্যমূলক এবং অসাংবিধানিক।
দুদকের ক্ষমতা রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় উল্লেখ করে গবেষণা প্রতিবেদনে বলা হয়, এক্ষেত্রে বিরোধীদলের রাজনীতিকদের হয়রানী করা এবং ক্ষমতাসীন দলের রাজনীতিকদের প্রতি নমনীয়তা দেখায় তারা।