ঢাকা বিশ্ববিদ্যালয় হাইকোর্ট এলাকায় ট্রাক ড্রাইভারকে মারধর এবং চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করছে ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জোবায়ের আহম্মেদ শান্ত এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একই বর্ষের শিক্ষার্থী মো. আল আমিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত দুই শিক্ষার্থীকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না জানতে চেয়ে তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। তাদের আগামী সাত কার্যদিবসের মধ্যে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
জানা যায়, সাময়িক বহিষ্কার হওয়া দুই শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাশের অনুসারী।
গত শনিবার হাইকোর্ট এলাকায় ট্রাকের কাছে চাঁদা দাবি করেন অভিযুক্ত দুই শিক্ষার্থী। চাঁদা দিতে অস্বীকার করায় এক পর্যায়ে ট্রাকের চালক ও সুপারভাইজারকে মারধর করেন তারা। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সহায়তায় ওই দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।