চট্টগ্রাম : কর্ণফূলী ইপিজেডের ‘হংকং ডেনিম প্রাইভেট লিমিটে’র শ্রমিক বহনকারী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা রাইডারের সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। এসময় পাশে থাকা আরেকটি মাইক্রোবাসের সাথেও ধাক্কা লাগে বাসটির। নগরীর বন্দরের কাস্টম সড়কে ইপিজেডের একটি পোশাক শ্রমিকবাহী বাসের সাথে রাইডার ও মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ৩২ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং বাকীরা চিকিৎসাধীন আছেন বলে জানান চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়ের পঙ্কজ বড়ুয়া।