র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ পাচঁ জনকে আটক করেছে কক্সবাজারের উখিয়ায় । শনিবার সকালে আটককৃতদের উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়েছে বলে ডিউটি অফিসার হান্নান জানিয়েছেন। শুক্রবার রাতে উখিয়ার বিভিন্ন স্থানে র্যাব এ অভিযান চালায়। এ সময় ২৮ হাজার ৩ শত ৭০ পিস ইয়াবা, ৮টি মোবাইল সেট ও নগদ ৩ হাজার ৭শত ৩০ টাকা উদ্ধার করেছেন র্যাব।
আটককৃতরা হলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব ডিগলিয়া গ্রামের আলী আহমদের ছেলে নুরুল ইসলাম (২৭), একই ইউনিয়নের চাকবৈঠা গ্রামে আব্দুল শুক্কুরের ছেলে মোঃ নুর ইসলাম প্রকাশ নুরু সালাম (২৭), একই ইউনিয়নের পূর্ব ডিগলিয়া গ্রামের সুলতান আহমদের ছেলে ছৈয়দ আলম (৪০), উখিয়ার পালংখালী ইউনিয়নের গজঘোনা গ্রামের মোঃ আলী মিয়ার মেয়ে তৈয়বা বেগম (৩৫) ও উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মৃত ছৈয়দ আহমদের ছেলে মোঃ ইব্রাহিম (৪৩)।
তাদের বিরুদ্ধে উখিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। এরা দীর্ঘ দিন ধরে উখিয়ার সীমান্তবর্তী এলাকা দিয়ে ইয়াবা পাচার করছিল। ইয়াবা কারবারিদের একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
অবশেষে তারা ধরা পড়ে। র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোঃ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।
উখিয়া থানার অফিসার ইনর্চাজ মর্জিনা আক্তার বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।