পাহাড়ী দু’দল সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গুলি ও পাল্টা গুলি বিনিময়ের ঘটনা চলছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের তালুকদার পাড়া এলাকায় । শুক্রবার দিবাগত রাতে আটটা থেকে সাড়ে দশটা সময়কালে তিন দফা গুলি বিনিময়ে অন্তত শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তিন দফায় চলা গুলি বিনিময়ে রাত এগারোটা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এম এ মঞ্জুর। তিনি জানান, রাতের অন্ধকারে কে বা কাহারা গুলি বিনিময়ে জড়িত তা সঠিকভাবে বলতে পারছিনা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপজেলা সদরের মধ্যম বাঘাইছড়ি রাবার বাগান এলাকার স্কুলের পেছনে আঞ্চলিক দল জেএসএস মূল দল ও তাদের প্রতিপক্ষ সংস্কারপন্থী জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা রাত আট’টা, সাড়ে নয়টা এবং সাড়ে ১০ টার সময় তিন দফায় গুলি ও পাল্টাগুলি ছুড়ে।
এসময় পুরো উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তিন দফায় অন্তত শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়েছে। আধিপত্য বিস্তারে লিপ্ত থাকা দুইটি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্যরা যেকোনো সময় বড় আকারের হতাহতের ঘটনা ঘটাবে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে, থেমেথেমে চলা মুর্হুমুহু গুলির শব্দে প্রকম্পিত বাঘাইছড়ি উপজেলা সদরে আতঙ্কিত বাসিন্দাদের অনেকেই সোস্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে নিজেদের অসহায়ত্বের কথা প্রকাশ করছে।