ঢা
কা :একজন বন্দুকযুদ্ধের নিহত হয়েছে , জেলার বানারীপাড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুলাল (৩৫) নামে ।
উপজেলার ছলিয়াবাকপুর ইউনিয়নে বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত দুলালের বাড়ি বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের চ-ীপুরে। তার বাবার নাম ইসমাইল হোসেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পূর্ব শাখারিয়ায় ডাকাতির উদ্দেশে কয়েকজন অবস্থান নিয়েছে বলে পুলিশ জানতে পারে। এ সংবাদে বানারীপাড়া থানা পুলিশ তাদের ঘিরে ফেলার চেষ্টা করে। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় ডাকাত সদস্য দুলাল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। অন্য সদস্যরা পালিয়ে যায়।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান সাংবাদিকদের জানান, দুলালের বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় আটটির মতো ডাকাতির মামলা রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।