চট্টগ্রাম: ইয়াবা উদ্ধার কক্সবাজারের টেকনাফ উপজেলা সদরের পুরান পল্লানপাড়া এলাকার একটি জঙ্গল থেকে নয় কোটি টাকা মূল্যের তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।র বৃহস্পতিবা
দুপুর আড়াইটার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফে বিজিবি-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় একটি বাড়ির পেছনের জঙ্গল থেকে পলিথিনে মোড়ানো এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য নয় কোটি টাকা বলে জানান তিনি।