ঢাকা:ভ্রাম্যমাণ আদালত অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে নিম্নমানের ভেজাল সেমাই ও মিশ্রি তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করেছে ।
বৃহস্পতিবার বিকালে ঢাকা জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, কামরাঙ্গীরচরের মাদবরবাজার এলাকার ভাই ভাই প্রোডাক্টস দীর্ঘদিন ধরে ‘আশার আলো’ নামে নোংরা পরিবেশে সেমাই তৈরি করে আসছিল। দুর্গন্ধযুক্ত নালার কাছে এসব সেমাই তৈরি করা হচ্ছিল, যা স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। এজন্য প্রতিষ্ঠানটির মালিক দীন ইসলামকে ৭০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। এছাড়া জামান ফুড প্রোডাক্টসে তৈরিকৃত মিশ্রিতে মরা মাছি ও ময়লা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল হক মোল্লা¬কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। পরে জব্দ করা মিশ্রি ও সেমাই প্রকাশ্যে ধ্বংস করা হয়।