মেট্রোরেলের নমুনা কোচ ঢাকায় এসেছে । সোমবার উত্তরার দিয়াবাড়িতে কনটেইনার থেকে বের করা হয়েছে কোচটির মোড়ক। এটি মূলত নমুনা কোচ। মেট্রোরেলে চড়তেও শেখানো হবে এই কোচটির মাধ্যমে। মূল পরিবহন বহরে এই কোচ যুক্ত হবে না।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাপানের মিৎসুবিশি ও কাওয়াসাকি থেকে তৈরি করে আনা হয়েছে কোচটি। এই কোচ শুধু প্রদর্শন করা হবে। মূলকোচগুলো যে উপাদান দিয়ে যেভাবে তৈরি করা হবে এটিও সেভাবেই তৈরি হয়েছে। উত্তরায় মেট্রোরেলের তথ্যকেন্দ্রে এটি সাধারণ মানুষের দেখার ও শেখার জন্য প্রদর্শিত হবে।
কোচটি প্রদর্শনীর জন্য আগামী মাস থেকেই উন্মুক্ত করা হবে । আর যাত্রীবাহী মেট্রোরেলের মূল কোচগুলো আগামী ১৫ জুন বাংলাদেশে এসে পৌঁছবে বলে জানা গেছে।