ঢাকা : বুধবার রাতে নগরীর আকুয়ার চৌরাঙ্গীর মোড় এলাকায় ডা. নাসির উদ্দিনের বাসায় এ ঘটনা ঘটে । ময়মনসিংহে বন্ধু শাফায়েত উল্লাহর পিস্তলের গুলিতে তৌহিদুল ইসলাম তরু (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঢাকাটাইমসকে এ তথ্য সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কমিউনিটি বেজড মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ডা. নাসির উদ্দিনের আকুয়া চৌরাঙ্গীর মোড়ের বাসায় কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছিল। এসময় কথা কাটাকাটির জেরে ডাক্তারের ছেলে শাফায়েত উল্লাহ তার পিস্তল দিয়ে তরুকে গুলি করে। গুলির শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তরুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘটনার পর ওই বাসায় অভিযান চালিয়ে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে শাফায়েত পলাতক রয়েছে। নিহত তরু একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।