চট্টগ্রাম : নগরীতে মঙ্গলবার মধ্যরাতে পৃথক দুইটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন । রাত ২টার দিকে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকায় প্রাণতোষ (২৪) নামের এক পথচারী এবং রাত আড়াইটার দিকে বন্দর থানা এলাকায় লরির চাপায় আরেক লরির চালক নবজিত (৩৫) নিহত হন।নিহত প্রাণতোষের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার চিকনদণ্ডী এলাকায়। অন্যদিকে নবজিতের গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক পংকজ বড়ুয়া বলেন, মঙ্গলবার রাতে তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।