চট্টগ্রাম : পুকুরে ডুবে রুমানা আকতার নামে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে ফটিকছড়ি উপজেলার ভূজপুরে । বুধবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
রুমানা ভূজপুর থানাধীন কৈয়া পুকিয়া গ্রামের সন্দ্বীপ পাড়ার মো. আলমগীরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভূজপুর থানাধীন এ গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী রুমানা আকতার (৯) গতকাল মঙ্গলবার বাড়ির পাশে খালার বাসায় বেড়াতে যায়। বুধবার সকালে খালার বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে তার মৃতদেহ উদ্ধার করে।
রুমানা মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্কুলের সহপাঠি তাকে দেখতে ছুঠে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিলা বড়ুয়া বলেন, রুমানার মৃত্যুর সংবাদ পেয়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা দেখতে যায়। রুমানা পড়ালেখায় মনযোগী ছিল।