‘নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য’ মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন। আওয়ামী লীগ যাকে মনোনয়ন দিয়েছে সেই এম রেজাউল করিম চৌধুরীকে মেনে নিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন মেয়র।
শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে রেজাউল করিমের মনোনয়ন চূড়ান্ত করা হয়। আ জ ম নাছিরসহ মেয়র পদে মনোনয়ন চেয়েছিলেন দলটির ১৯ নেতা।
আ জ ম নাছির চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর মনোনয়ন পাওয়া রেজাউল করিম চৌধুরী একই শাখা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র নাছির সাংবাদিকদের বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করতে হবে। বিভক্তির কোনো সুযোগই নেই।’
এদিকে মনোনয়ন পাওয়ার পর রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘সামনের যাত্রাপথে মেয়র আ জ ম নাছির উদ্দিনকে পাশে চাই। আমরা দুজনেই একে অপরের রাজনৈতিক সহযোদ্ধা। একইসঙ্গে অন্যদের সাথে নিয়ে নেত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নে এবং চট্টগ্রামের উন্নয়ন ও সেবা আরও অধিকতর নিশ্চিতে কাজ করবো।’
২০১৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলমকে হারিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন আ জ ম নাছির উদ্দিন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল আজ রবিবার ঘোষণার কথা রয়েছে। মার্চের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে এই নির্বাচন।