চট্টগ্রাম :মিনিবাসের চাপায় এক কিশোর মৃত্যু হয়েছে । নগরীর হাটহাজারী থানাধীন কুয়াইশ কলেজের সামনে বুধবার সন্ধ্যা পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মোহাম্মদ করিম (১৬)।তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গির আলম বলেন, ‘৬ নম্বর রোডে চলাচল করা একটি মিনিবাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী মোহাম্মদ করিমকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।