দুর্বৃত্তরা ছাত্রদলের সাধারণ সম্পাদক মজনুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা । শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার শুকদেবপুর এলাকার চৌরাস্তা নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মজনু বোচাগঞ্জ উপজেলার ধনতলা গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে।
বোচাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে উপজেলার শুকদেবপুর এলাকার চৌরাস্তা নামক স্থান থেকে মজনুর লাশ উদ্ধার করা হয়। অভ্যন্তরীণ কোন্দল ও অর্থ ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।