চট্টগ্রাম : কর্নেল অলি আহমেদ বীর বিক্রম লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি চট্টগ্রামসহ দেশের কোন জেলা ও উপজেলায় ইউনিয়ন পরিষদে সুষ্ঠু নির্বাচন হয়নি বলেছেন। নির্বাচনের নামে তামশা করতে গিয়ে বর্তমান নির্বাচন কমিশনার ১৪৫ জন লোক হত্যা করছে। এত লোক হত্যার দায়ে ট্রাইব্যুনালে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যদের বিচার করা হবে।
বুধবার (২২ জুন) সন্ধ্যায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এলডিপি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।
কর্লেল অলি আহমদ বলেন, বর্তমানে আমরা জন্তু জানোয়ারের মত হিংসাত্বক রাজনীতিতে জড়িত, একে অপরকে দোষারোপ করা,মিথ্যা কথা বলা, প্রতিশোধ এবং অহংকার মধ্যে আমরা বাধা পড়েছি।
“বিচার বিভাগ, সুশাসন,দুর্নীতি দমন কমিশন এবং গনতন্ত্র এগুলো একটি আরেকটির উপর নির্ভরশীল, এ চারটির মধ্যে বাংলাদেশে কোনটি সঠিক ভাবে কাজ করছে না এটাই হলো বর্তমান বাস্তবতা, উল্লেখ করেন তিনি।
অলি আহমদ বলেন, ‘নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদকে ১৯৭২ সাল থেকে চিনি, সে একজন নির্লজ্জ,বেহায়ইয়া এবং রাষ্ট্র বিরোধী একজন লোক, বিশষে ট্রাইব্যুনালে হইতো একদিন তারও বিচার করা হবে ১৪৫ জন নিরিহ লোককে হত্যা করার জন্য।
তিনি আরো বলেন, “অতীতের যে কোন নির্বাচন লোক হত্যা হয়নি এটা বলা যাবেনা, কিন্ত এত লোক একসাথে কখনো নিহত হয়নি। ২হাজারের বেশী লোক নির্বাচনী সহিংসতায় আহত হয়েছে”
“গত দুই বছরের নির্বাচন একবারেই ভিন্ন’ উল্লেখ করে অলি আহমদ বলেন, “প্রিজাইডিং অফিসারদের ব্যালট পেপারগুলো সাক্ষর করা ও কেন্দ্রে গিয়ে সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া ছাড়া কোন দায়িত্ব নেই।
এলডিপি চট্টগ্রাম মহানগর সভাপতি এম ছলিম উল্লাহ’র সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর এলডিপি সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদের সঞ্চালনায় চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট কফিল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা এলডিপির সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন,বিএনপি চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি আবু সুফিয়ান,দক্ষিণ জেলা এলডিপির যুগ্ন সম্পাদক গোলাম চৌধুরী বক্তব্য রাখেন।