ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অপরাধে ১৬ জনকে তিন মাস করে সাজা ও ১০০ টাকা করে জরিমানা করেছেন দিনাজপুরের হিলিতে । বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আব্দুর রাফিউল আলম এ দণ্ড দেন।
উপজেলার হিলি চুড়িপট্টি এলাকায় হেরোইন ও গাঁজা সেবনের সময় ১৬ জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটক প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
এ সময় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্তরা হলেন- আশরাফুল ইসলাম, গোলাম রব্বানী, আমিরুল ইসলাম, সোহাগ, আব্দুর রহিম, ইদ্রিস আলী মানিক, মহিদুল ইসলাম, মুকুল হোসেন, দিরাজ হোসেন, মনসুর আলী, রানা মন্ডল, আল আমিন, সাঈদ আলম, মুন্না. রকি।