তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের ওপর হামলার ঘটনা সরকার কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন । আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটি ঘটনার পর-পরই আমি এর নিন্দা জানিয়েছি। এ ধরনের ঘটনা সত্যিই অনভিপ্রেত, দুঃখজনক ও নিন্দনীয়। সরকারও এ ক্ষেত্রে খুব ত্বরিত ব্যবস্থা গ্রহণ করেছে।