চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন নগরীর শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে দুঃস্থ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ।মঙ্গলবার (২১জুন) সকালে ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি জাবেদুল আলম সুমন।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, জননেত্রী শেখ হাসিনা দক্ষতা ও বিচক্ষনতার সাথে দেশ পরিচালনা করে দেশ থেকে দারিদ্রতা দুর করার চেষ্টা করে যাচ্ছেন।বর্তমানে বাংলাদেশ থেকে ধীরে ধীরে দারিদ্রতা কমে যাচ্ছে । ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হবে।
মেয়র বলেন, দারিদ্রতা জয় করতে হলে দরিদ্র পরিবারের সন্তানদেরকে সুশিক্ষা ও উচ্চ শিক্ষা অর্জন করতে হবে। তিনি স্কুলে পাঠাবার বয়স হওয়ার সাথে সাথে সন্তানদের স্কুলে ভর্তি করানোর পরামর্শ দেন।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চেষ্টা, সাধনা, একাগ্রতা ও নিষ্ঠা থাকলে, পরিশ্রমী হলে দারিদ্রতা দুর হয়ে যাবে। তিনি বিত্তবানদেরকে গরীবের পাশে দাড়িয়ে তাদের দুঃখ কষ্ট লাঘবে ভূমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আশীষ ভট্টাচার্য, কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, ৩২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি ইকবাল হাসান, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোরশেদ আলম, ব্যবসায়ী আমজাদ হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সভাপতি মিথুন মল্লিক, যুগ্ম সাধারন সম্পাদক ওয়াহেদ রাসেল,ইফতেখার শিবলু,ইসমাইল আজাদ, আন্দরকিল্লা ব্যবসায়ী কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ সানি প্রমুখ।