চট্টগ্রাম : ১০টি মামলার আসামী সিএমপি’র বায়োজিদ থানার তালিকাভূক্ত সন্ত্রাসী ছাত্রদল কর্মী মো: সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৭ দিকে নগরীর কোতোয়ালী থানার ষ্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে বায়োজিদ বোস্তামী থানা পুলিশ।
সিএমপি বায়োজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন সাইফুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাইফুলের বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে ৭টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। দ্রুতবিচার, চাঁদাবাজি, মারামারিসহ রাজনৈতিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন পালাতক ছিল।
মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপন খবরের ভিক্তিতে থানার এসআই আব্দুর রব ও তার সংগীয় অফিসার ফোর্সদের সহায়তায় ষ্টেশন রোড এলাকা থেকে বার্মা সাইফুলকে গ্রেফতার করা হয়েছে।
সে বায়োজিদ থানার বার্মা কলোনীর বাসিন্দ নূরুল আমীন কসাই’র পুত্র। গ্রেফতারকৃত বার্মা সাইফুল বিএনপির নেতা আব্দুল্লাহ আল নোমানের অনুসারি বলে স্থানীয় সুত্রে জানাগেছে।
তবে বয়োজিদ থানা বিএনপি নেতারা জানান, সাইফুলের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় রাজনৈতিক। এসব মামলায় তিনি আদালত থেকে জামিনে রয়েছেন। পুলিশ তাকে গ্রেফতার করে হয়রানী করছে।