বর্তমান মেয়র আজম নাসির উদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এর আগে গতকাল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, রেজাউল করিম চৌধুরী, খোরশেদ আলম ও মুজিবর রহমান।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, আগামী শনিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে।