দুইজন মারা গেছেন এয়ার কন্ডিশন বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিকের মধ্যে পুরান ঢাকায় । সোমবার রাত ও মঙ্গলবার রাতের বিভিন্ন সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের মৃত্যু হয়।

সোমবার রাতে মারা যান আশিক। আর মঙ্গলবার সকালে মারা গেছেন আল আমিন। পুলিশ তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছে।

দগ্ধদের সহকর্মী জাহিদ জানান, সোমবার বিকাল পাঁচটার দিকে ইসলামপুর রোডের লায়ন টাওয়ারের ১২ তলা ভবনের একটি কক্ষে এয়ারকন্ডিশন মেরামতের কাজ করছিলেন তিনজন। তখন হঠাৎ করে এয়ারকন্ডিশন বিস্ফোরিত হলে তিনজনই দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে আশিকের মৃত্যু হয়। আর মঙ্গলবার সকাল সাড়ে নয়টার সময় আল আমিনের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, আশিক ও আল আমিনের শরীরের ৪০ ভাগ পুড়ে গিয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031