চট্টগ্রাম : দুই নারী আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকার আলমাস সিএনজি ফিলিং স্টেশন এলাকা থেকে সোমবার সন্ধ্যা সাতটার দিকে দুটি দেশীয় তৈরি এক নলা বন্ধুকসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। আটক দুই অস্ত্র পাচারকারী হলেন- কক্সবাজার সদরের উত্তর রুমালিয়ার মৃত বেলালের স্ত্রী আনোয়ারা (৩৫) ও ঈদগাঁও’র ইসলামপুরি এলাকার মঞ্জুর আলমের স্ত্রী মনোয়ারা (৪৫)। অস্ত্র দুটি বিক্রির জন্য নোয়াখালী নিয়ে যাওয়া হচ্ছিল।
আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, আকবর শাহ থানার সিটি গেটের আলমাস সিএনজি ফিলিং স্টেশন এলাকায় যানবাহন তল্লাশির সময় অস্ত্রসহ দুই নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র দুটি বিক্রির জন্য নোয়াখালী নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে। কক্সবাজার জেলার রামু থানার ইটঘর এলাকা থেকে নোয়াখালীর জনৈক শামসুর কাছে অস্ত্র দুটি নিয়ে যাওয়া হচ্ছিল।’