চট্টগ্রাম : ট্রাকের হেলপারের পা বিচ্ছিন্ন নগরীর টাইগার পাস রেইনবো সিএনজি স্টেশনের সামনে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে অজ্ঞাতনামা ট্রাকের হেলপারের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুমন জানায়,হঠাৎ করে ট্রাকটি এসে বিকট শব্দে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির ওপর উঠে যায়। এতে ট্রাকের হেলপার গাড়ির ভেতর আটকা পড়ে।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পা কেটে উদ্ধার করে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্গজ বড়ুয়া।