ফেনসিডিলসহ মোফাসছের রহমান বাবু নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ জয়পুরহাটে । সোমবার সকালে পাঁচবিবি উপজেলার শেকটা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় ৮৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটক মোফাসছের পাঁচবিবি উপজেলার শেকটা গ্রামের বাসিন্দা।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, মোফাসছের দীর্ঘদিন ধরেই ভারত থেকে অবৈধ পথে ফেনসিডিল এনে তার নিজ বাড়িতে রেখে এসব বিক্রি করে আসছিল। এ বিষয়ে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।