ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন চলমান উন্নয়ন প্রকল্পগুলো চালিয়ে যাওয়ার জন্য নতুন মেয়রের প্রতি আহ্বান জানিয়েছেন ।

আজ সোমবার নগরীর জোড়পুকুর খেলার মাঠ উদ্বোধন এবং মেয়র সাঈদ খোকন একাদশ ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী একাদশের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুলবল ম্যাচের উদ্বোধনের সময় এ আহ্বান জানান তিনি।

মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমাদের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। আমরা যতটুকু করে গেলাম, সেখান থেকে তারা শুরু করে এসব কাজ এগিয়ে নিয়ে যাবেন। তাদের প্রতি আমার অনুরোধ রইল, তারা এই সুন্দর কাজগুলো মেনটেইন করবেন এবং এখান থেকে আরও সুন্দর সুন্দর কাজ করবেন।’

জলসবুজে ঢাকা প্রকল্পের আওতায় বেশ কিছু খেলার মাঠ ও পার্ক উদ্বোধন করে জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানান এই বিদায়ী মেয়র। বলেন, ‘যখন আমরা দায়িত্ব নিয়েছিলাম তখন আমাদের এই প্রিয় শহরের অনেকগুলো পার্ক ও খেলার মাঠ বেদখল ছিল। সন্ধ্যা নামলে অসামাজিক কার্যকলাপ শুরু হয়ে যেত সেখানে। বিভিন্ন মাঠে ট্রাকস্ট্যান্ড ছিল। খেলাধুলার অনুপযোগী ছিল। এই পরিস্থিতিতে আমরা এই মাঠ ও পার্কগুলো উদ্ধার করে আন্তর্জাতিক মানের করার সিদ্ধান্ত নিই।’

পার্ক ও মাঠ আধুনিকায়ন কারার কথা জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘১২টি খেলার মাঠ ও ১৯টি পার্ক আধুনিক করার জন্য কাজ শুরু করি। আমরা শতাধিক স্থপতিকে নিয়ে মাঠগুলো সাজিয়েছি। এই কাজগুলো করতে অনেক চ্যালেঞ্জ ছিল। আমরা আমাদের নাগরিক ও বিভিন্ন প্রতিনিধিদের সম্পৃক্ত করে কাজগুলো করেছি। সবাই মিলে যদি কাজগুলো না করা হতো তাহলে সম্ভব হতো না।’ এর মাধ্যমে একটা পরিবর্তন ঘটবে বলে আশ করেন তিনি।

মশা নিধন কার্যক্রম প্রসঙ্গে মেয়র খোকন বলেন, ‘বর্তমানে কিউল্যাক্স মশার কিছু উপদ্রব রয়েছে। যখন শীতটা যায়যায় তখন এই ঘটনা ঘটে। এটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কাজ চলমান রয়েছে।’

অনুষ্ঠানে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, ‘সবার সহযোগিতা নিয়ে এই সুন্দর মাঠটির পরিবেশ ধরে রাখতে চাই। আমরা মেয়র ও সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই। শুধু খিলগাঁওয়ে নয় ঢাকা শহরে আরও এমন অনেক মাঠ গড়ে উঠেছে। আমি আশা করব এই মাঠগুলো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুল হাসান, স্থপতি রফিক আজম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক প্রমুখ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031