মাদক সন্ত্রাস জঙ্গিবাদবিরোধী সভা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৪নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ রবিবার রাতে মতি ঝর্ণা এলাকায়। সভায় বক্তব্য দেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সেলিম, খুলশি থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মমিনুল হক মোমিন, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন সদ্য কারামুক্ত চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও ১৪নং ঐক্যবদ্ধ লাল খান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম।
এতে আরও বক্তব্য দেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মো. হানিফ, আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ হাসান পিকু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ডা. পান্ডে, আনোয়ার হোসেন। সভা সঞ্চালনায় ছিলেন মতি ঝর্ণা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম ইব্রাহিম।
সদ্য কারামুক্ত দিদারুল আলম মাসুম বলেন, অনেক ত্যাগের পর আমি আমার এলাকাবাসীর কাছে ফিরে এসেছি। কারণ কোনো ষড়যন্ত্রকারী আমাকে আটকিয়ে রাখতে পারেনি এবং আগামীতেও পারবে না। আমি লালখান বাজারবাসীর কাছে ছিলাম এবং আগামীতেও আপনাদের পাশে থাকবো।
এলাকাবাসী জানান, দিদারুল আলম মাসুম আমাদের আগামী দিনের কাউন্মিলর হিসেবে লালখান বাজার এলাকাবাসীর খেদমতে এগিয়ে আসবে বলে মনে করেন তারা।