অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রাষ্ট্রীয় তিন ব্যাংকের সঙ্গে বৈঠকে বসেছেন । আজ রোববার বেলা সাড়ে ১১টায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। ব্যাংক তিনটি হলো সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক।
জানা গেছে, সম্প্রতি ধারাবাহিক পতনের মুখে পুঁজিবাজার। সার্বিক বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং দীর্ঘমেয়াদে আস্থা ফেরাতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে সরকার।
অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব আসাদুল ইসলাম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন, অর্থ সচিব আবদুর রউফ তালুকদার, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।