দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আসবাবপত্র ও যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের অভিযোগে চিকিৎসকসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদ করেছে । আজ রোববার সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত সংস্থাটির প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদক জানায়, কেনাকাটার নামে
সাড়ে ১৫ কোটি টাকার লুটপাটের অভিযোগ ওঠে হাসপাতালটির অধ্যক্ষ ডা. আবু
সুফিয়ানসহ আটজনের বিরুদ্ধে। এদের মধ্যে ৬জনকে দুদকের তলবের প্রেক্ষিতে আজ
জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের উপপরিচালক শামছুল আলমের নেতৃত্বে একটি দল
তাদের জিজ্ঞাসাবাদ করেন। এই ছয় ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল
কলেজের ফিজিওলজি বিভাগের প্রধান ডা. মো. শাহিন ভূঁইয়া, প্রভাষক পংকজ
কান্তি গোস্বামী, বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মো.
জাহাঙ্গীর খান ও ডা. কুদ্দুস মিয়া, এনাটমি বিভাগের সহকারী অধ্যাপক ডা.
প্রাণ কৃষ্ণ বসাক এবং পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. নাসিমা খানম ইভা।
অনুসন্ধান দলের প্রধান জানান, আগামীকাল সোমবার শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হবে।