চট্টগ্রাম: ৯ মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)পায়ুপথে অভিনব কৌশলে ১৬ হাজার পিস ইয়াবা পাচার কালে।
রবিবার বিকালের দিকে হ্নীলার চৌধুরীপাড়া সংলগ্ন ইচ গেইটের পাশে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। আটককৃতরা সকলে রোহিঙ্গা মুসলিম।
পরে তাদের শরীরে তল্লাশী চালিয়ে ৯ জনের পায়ুপথ থেকে ১৬ হাজার ৩ শত পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন বিজিবি জওয়ানরা।
অভিযানে নেতৃত্ব দেন হ্নীলা বিওপির হাবিলদার নজুরুল ইসলাম।
আটককৃতরা হচ্ছে, মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু হায়ুকখালীর আয়ুবের পুত্র নুর হোসেন (২৪), নাইডিঙ্গের আলতাজের পুত্র কালাম (২৫), মৃত কালুর পুত্র আবু তাহের (২৫), মৃত দুদু মিয়ার পুত্র ইমান হোছেন (৩০), মোঃ সেলিমের পুত্র ধলু (২৫), খোনকার পাড়ার লালুর পুত্র নুর হাকিম (১৯), আবুল কাশেমের পুত্র মোঃ আনোয়ার (৩৫), মৃত শামসুল আলমের পুত্র আব্দুল্লাহ (২২), আবুল কালামের পুত্র নুর হাকিম (২৪)।
আটকৃতদের সন্ধ্যায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচারের অভিযোগে মামলা দায়ের করেছে বিজিবি।
২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।