ঢাকা : নিহত দুই কিশোরগঞ্জের ভৈরবে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাজমা (২৫) ও জামাল (৪০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কমলপুরে হাজি আসমত কলেজ এলাকায় একটি পিকআপভ্যান ও যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয় যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমা ও জামাল মিয়াকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন ভৈরব হাইওয়ে পুলিশের সার্জন্ট মনিরুল ইসলাম।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |