চট্টগ্রাম : জসিম উদ্দিন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চেয়ারম্যান ও জামায়াত নেতা কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার(২০ জুন) সন্ধ্যার দিকে সাতকানিয়া উপজেলা সদর থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার(দক্ষিণ) একেএম ইমরান ভূঁইয়া।
তিনি সিটিজি নিউজকে জানান,উপজেলা চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর নেতা জসিম উদ্দিনের নামে সাতকানিয়া থানায় নাশকতার মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
নাশকতার মামলার পরোয়ানাভুক্ত আসামী জসিমকে গ্রেফতার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার একেএম ইমরান ভূঁইয়া।
২০১৪ সালে সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন জসিম এবং এর আগে ২০০৯ সালে উপজেলা নির্বাচনে বিপুল ভোটে সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল জসিম উদ্দিন।