তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসরাফিল মোল্যা (৪২) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গোপালগঞ্জে । বুধবার গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলামাঠ নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইসরাফিলের ছয় বছর বয়সের শিশু কন্যা অন্যের জমিতে কলাই শাক তুলতে গেলে জমির মালিক ইসলাম ও নাবিল তাকে মারধর করে। এসময় ওই শিশুর বাবা ইসরাফিল মেয়েকে পিটুনি থেকে বাঁচাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় ইসরাফিলকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইসরাফিল গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলামাঠ এলাকার রোকন উদ্দিন মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।