ঢাকা : মুজিবুল হক চুন্নু শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে কোনো আইন না থাকলেও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক শিশুশ্রমনীতি ২০১০ প্রণয়ন করা হয়েছে। এবং ৩৮টি কাজকে ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে ঘোষণা করে শিশুদের এসব কাজ থেকে বিরত রাখার কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ সোমবার জাতীয় সংসদে নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে সকাল সোয়া ১১ টায় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও অন্যান্য শিশুশ্রম থেকে দেশের শিশুদের রক্ষা এবং তাদের কল্যাণের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ২০০৫ সালের জুলাই থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন প্রকল্প এর তিনটি পর্যায়ে মোট ৯০ হাজার শিশু শ্রমিককে ১৮ মাসব্যাপী উপানুষ্ঠানিক শিক্ষা ও ছয় মাস ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মক্ষম করে তোলা হয়েছে। প্রশিক্ষণ শেষে ১৮ হাজার শিশুকে সংশ্লিষ্ট ট্রেডের ভিত্তিতে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। শ্রমমন্ত্রী জানান, সরকারের অর্থায়নে ৮৪৮০.৪৯ লক্ষ টাকা ব্যয়ে বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসনে (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৬০ হাজার শিশুকে উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হতে শিশুদের প্রত্যাহার করা হবে। আর যেসব পরিবার/অভিভাবক তাদের সন্তানদের ঝুঁকিপূর্ণ কাজে দিতে বাধ্য হয় তাদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ প্রদানের ব্যবস্থা করার পরিকল্পনা আছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |