রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সেলিনা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন । তিনি মরহুম সেলিনার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সেলিনা পারভীন একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ সুবেদার মেজর শওকত আলীর কন্যা।
সেলিনা পারভীনের বাবাব শওকত আলী ছিলেন সাবেক ইপিআরের সুবেদার মেজর। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা তিনি তার নিজের তৈরি যন্ত্রের মাধ্যমে চট্টগ্রামসহ সারাদেশে পৌঁছে দিয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পাক হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং তাদের চরম নির্যাতনে তিনি নিহত হন।
অধ্যাপক সেলিনা পারভীন গত ৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় মৃত্যুবরণ করেন। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।