দুর্বৃত্তরা নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে নূর নবী (৫৫) নামে এক চালকের গলা কেটে তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) ছিনতাই করে নিয়েছে। চালক নূরনবীর অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নূর নবীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আহত নূর নবী পূর্ব শোলাকিয়া এলাকার মৃত মো¯Íফা মিয়ার ছেলে।
জানা যায়, প্রতিদিনের মতো গতকাল রাত নয়টার দিকে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন চালক নূর নবী। পথে নুরু পাটোয়ারীহাট বাজারের পশ্চিম পাশের নির্জন এলাকায় পৌঁছলে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে নূর নবীর গলা কেটে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় তারা। পরে স্থানীয় পথচারীরা রক্তাক্ত অবস্থায় নূর নবীকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।