af71133178e5502ed1326a37e9ba916a-_117369

চট্টগ্রাম :ছুরিকাঘাতে এক নারী পোশকাকর্মীসহ তিনজন খুন হয়েছে। জেলার ডাবলমুরিং, বায়েজিদ ও পাঁচলাইশ থানা এলাকায় সোমবার বিকাল ৫ টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে এসব হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- ডাবলমুরিং থানা এলাকার মোজাহের গার্মেন্টেসের কর্মী আনোয়ারা বেগম (৪২), বায়েজিদ থানা এলাকার মোহাম্মদ সাগর (২৩) ও অজ্ঞাত আরেকজন।
ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ জানান, নিহত পোশাক কর্মী সাগরকে অজ্ঞাত দুর্বৃত্তরা পোস্তার পাড় এলাকায় ছুরিকাঘাত করে খুন করে। খুনের কোনো কারণ এখন জানা যায়নি।

বায়েজিদ থানার ডিউটি অফিসার হোসনে আরা ঢাকাটাইমসকে জানান, দুর্বৃত্তরা ছুড়িকাঘাত করে আনোয়ারা বেগমকে হত্যা করে। এ ঘটনায় তার সহকর্মীরা বিকালে গার্মেন্টেসের ভেতর ভাঙচুর করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আজিজুল হক ঢাকাটাইমসকে জানান, একজন গার্মেন্ট কর্মীর খুন হওয়ার কথা জেনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে লাশ উদ্ধার করতে। তার নাম পরিচয় এখনও জানা যায়নি।

নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। তাদের কোনো স্বজনকে এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031