কোস্ট গার্ড বিশেষ অভিযান চালিয়ে এক লাখ ৫০ হাজার ইয়াবাসহ তিন ইয়াবা কারবারিকে আটক করেছে টেকনাফে । শনিবার রাতে এই অভিযান চালানো হয়।
আটকরা হলেন- নুর বাহার, হেলাল হোসেন ও আব্দুর রাজ্জাক। আটক সবাই কক্সবাজার জেলার টেকনাফ থানার বাসিন্দা।
গোপন সংবাদে টেকনাফ থানার ডেলপাড়ার সি-বিচ এলাকা সংলগ্ন একটি বাড়িতে তল্লাশি করে শপিংব্যাগে থাকা মাদকসহ কারবারিদের আটক করা হয়।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জব্দ ইয়াবাগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের জন্য ওই বাড়িতে মজুদ করে রেখেছিল এবং তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।