র্যাব-৫ প্রায় দুই কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক কিশোরকে গ্রেপ্তার করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় । তার নাম মো. মোস্তাকিম (১৬)।
শনিবার সকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তার মোস্তাকিম উপজেলার আদর্শ গ্রামের মো. দুরুলের ছেলে।
র্যাব জানায়, শুক্রবার রাতে গোদাগাড়ীর ঠাকুর যৌবন আলীনগর গ্রামে অভিযান চালিয়ে ১ কোজি ৮০০ গ্রাম হেরোইনসহ মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়। হেরোইনের মূল্য আনুমানিক ১ কোটি ৮০ লাখ টাকা।
এ নিয়ে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।