মাহমুদুল হাসান ওরফে সৈকত নামে পুলিশের এক কনস্টেবলকে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে গাজীপুরের কালীগঞ্জে ।
শনিবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে উপজেলার ছৈলাদি গ্রামের একটি ব্রিজ থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ছৈলাদি গ্রামে অভিযান চালায়
পুলিশ। এ সময় সেখানে পুলিশ কনস্টেবল মাহমুদ হাসান সৈকত এর দেহ তল্লাশি করে
২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সৈকত নরসিংদী পুলিশ লাইনের কনস্টেবল পদ
কর্মরত রয়েছেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শনিবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।