উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে। পারিবারিক কলহের জেরে পাবনার ভাঙ্গুড়ায় এক গৃহবধূকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে চুল কেটে দিয়েছেন তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি। পরে বাড়ি থেকে পালিয়ে পাশের মামার বাড়িতে আশ্রয় নেন ওই গৃহবধূ।
নির্যাতিতা গৃহবধূ ওই গ্রামের শাহেদ ফকিরের স্ত্রী। এ ঘটনায় ওই গৃহবধূ শুক্রবার ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জানান, পারিবারিক অভাব-অনটন নিয়ে মাদকাসক্ত স্বামী শাহেদ হোসেন সাথে প্রায়ই ঝগড়া হয় তার। এরই জেরে গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে শোবার ঘরে ঢুকে তার স্বামী শাহেদ, শ্বশুর মালেক ফকির ও শাশুড়ি শাহিদা খাতুন তাকে মারধর করে। এক পর্যায়ে হাত-পা ও মুখ বেঁধে কাঁচি দিয়ে চুল কেটে দেয় তারা।
পরে এ ঘটনা কারো কাছে প্রকাশ করবে না শর্তে তাকে ছেড়ে দেয় তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি। শুক্রবার ভোরে পালিয়ে পাশেই মামা আবুল কালামের বাড়িতে আশ্রয় নেন ওই গৃহবধূ। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, হাসপাতালে গৃহবধূর খোঁজখবর নিয়ে তাকে অভিযোগ দিতে বলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ এরই মধ্যে অভিযান শুরু করেছে।