চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ পারভীন মারা গেছেন রাজধানীর রূপনগরের । শনিবার সকাল পৌনে আটটার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শুক্রবার ভোরে চলন্তিকা বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভালেও পুড়ে যায় শতাধিক ঘর।
আগুনে দগ্ধ হন ৩৫ বছর বয়সী পারভীন। পরে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে না ফেরার দেশে চলে যান তিনি।