খালগুলো পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন হলেও সংস্থাটি তা উদ্ধার করতে পারেনি। পুরান ঢাকার বেশ কিছু খাল দখলে রয়েছে। সিটি নির্বাচনের মধ্য দিয়ে দক্ষিণ ঢাকার মেয়র হতে পারলে সেই খালগুলো উদ্ধার করে সেখানে নানন্দিক পরিবেশ সৃষ্টির ঘোষণা দিয়েছেন মেয়র প্রার্থী ফজলে নূর তাপস।

শুক্রবার দুপুরে গেণ্ডারিয়া থানার নারিন্দা এলাকার গড়িয়ার মঠ সংলগ্ন মোড়ে নির্বাচনী প্রচারণার সময় তিনি ঘোষণা দেন। 

তাপস বলেন, ‘পুরান ঢাকায় অনেক খাল রয়েছে, যেগুলো দখলে রয়েছে। এই খালগুলো পানি উন্নয়ন বোর্ড দখলমুক্ত করতে পারেনি। আমরা সুন্দর ঢাকার আওতায় নিজস্ব উদ্যোগে এই খালগুলো উদ্ধার করে নান্দনিক বিনোদন কেন্দ্র স্থাপন করবো।’ 

সেবা সংস্থার মধ্যে সমন্বয় ঘটিয়ে ঐতিহ্য সংরক্ষণ করবেন জানিয়ে তাপস বলেন, ‘আমাদের পুরান ঢাকার ঐতিহ্যকে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে সংরক্ষণ করবো। আমরা সিটি করপোরেশন থেকে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণে নিয়োজিত থাকবো। ঐতিহ্যের ঢাকাকে পুনর্জীবিত করবো। যেন বিশ্ববাসী পর্যটক হিসেবে এইসব ঐতিহাসিক স্থানে এসে উপভোগ করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘আমরা ঢাকাবাসীর উন্নয়নের ৩০ বছর মেয়াদি যে মহাপরিকল্পনা দিয়েছি তা ঢাকাবাসী ব্যাপকভাবে গ্রহণ করেছেন। আমি আশা করছি ঢাকার উন্নয়নে ঢাকাবাসী আগামী ১ ফেব্রুয়ারি আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে সেবক হিসেবে কাজ করার রায় দেবেন।’ 

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা সিটির সভাপতি আবু আহমেদ মান্নাফিসহ দলের কেন্দ্রীয়,মহানগর এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031