134798_117099

ঢাকা: সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এ দুজন কণ্ঠশিল্পী কাজী শুভ ও ন্যানসি দুজনই একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন বেশ আগেই। কিন্তু ছিল না তাদের একসঙ্গে গাওয়া কোন গান। সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এ দুজন কণ্ঠশিল্পী। ‘নাম কি তোমার’ শিরোনামের গানটি লিখেছেন স্নেহাশীস ঘোষ। গানটির সুর করেছেন মিলন এবং সঙ্গীতপরিচালনা করেছেন এমএমপি রনি। ঈদ উপলক্ষে গানটি প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা।

গানের প্রথম দুটি লাইন হল, নামটা তোমার জানা কি যাবে/ ঠিকানাটা পাওয়া কি যাবে।

এ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘গানটার কথাগুলো একটু অন্যরকম। সুরটাও ভালো হয়েছে। গানটি গাইতে গিয়ে বেশ উপভোগ করেছি। তাছাড়া কাজী শুভর সঙ্গে এটি আমার প্রথম গান। আশা করছি শ্রোতারা খুব ভালোভাবেই গানটি গ্রহণ করবে।

কাজী শুভ বলেন, ‘গানের গল্পটা চমৎকার। আর ন্যানসি যে একজন মিষ্টি কণ্ঠের অধিকারী তা আর নতুন করে বলার কিছু নেই। আশাকরছি সবমিলিয়ে শ্রোতারা গানটি পছন্দ করবে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031