ঘন কুয়াশায় প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরি বন্ধ হয়ে পড়ায় পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে ছিলো বাস, ট্রাকসহ ছোট বড় প্রায় ৩ শতাধিক যানবাহন।
বিআইডাব্লিউটিসি আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, আজ বুধবার ভোর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে সকাল সাড়ে ৬টা দিকে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট বড় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ঘাটে আটকে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বেড়ে যায়।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফলে ঘাটে আটকে পড়া যানবাহনগুলোও ধীরে ধীরে পারাপার হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।