টরেন্টোতে বাংলাদেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে লোপাট করা টাকা নিয়ে কানাডায় বসবাসরতদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানববন্ধন হয়েছে । টরেন্টোর ডেনফোর্থে গত রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এই মানববন্ধন হয়।
বেসিক ব্যাংকসহ বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণের টাকা আত্মসাৎ করে কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী কানাডায় বসবাস করছেন, এমন খবর বাংলাদেশের পত্রিকায় প্রকাশিত হলে কানাডায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
প্রবাসী বাংলাদেশিরা অর্থ পাচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া এবং তাদেরকে বয়কটের দাবি জানিয়ে সামাজিক আন্দোলন শুরু করেন। তারা টাকা পাচারের প্রতিবাদ জানিয়ে পাচারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য কানাডা সরকারের প্রতি আহ্বান জানান।